বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪
মৃত তারকাদের মধ্যে কার উপার্জন বেশি?
Home Page » এক্সক্লুসিভ » মৃত তারকাদের মধ্যে কার উপার্জন বেশি?বঙ্গ-নিউজ ডটকমঃ মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেছে, এখনও অঢেল অর্থ আয় করে যাচ্ছেন মাইকেল জ্যাকসন। মৃত তারকাদের মধ্যে তার উপার্জনই এখন সবচেয়ে বেশি। প্রয়াত এই পপসম্রাটের গত এক বছরে আয় হয়েছে ১৪ কোটি মার্কিন ডলার। গত বুধবার ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বস শীর্ষ দশ উপার্জনকারী মৃত তারকার তালিকা প্রকাশ করেছে।
এ নিয়ে টানা দ্বিতীয়বার সবচেয়ে বেশি উপার্জনকারী মৃত তারকার তালিকায় শীর্ষস্থন দখল করলেন জ্যাকসন। গত বছর জ্যাকসনের নতুন গানের অ্যালবাম ‘এক্সকেপ’ টপচার্টগুলোতে শীর্ষ পাঁচেই ঘোরাঘুরি করেছে। এ ছাড়া সার্কে ডু সোলাইলের শো ‘ইমমর্টাল’ এবং ‘ওয়ান’ বিপুল অর্থ এনে দিয়েছে। ২০০৯ সালের ২৫ জুন মারা যান মাইকেল।
তালিকার দুই নম্বরে থাকা এলভিস প্রিসলির চেয়ে জ্যাকসনের আয়ের পরিমাণ দ্বিগুণেরও বেশি। ১৯৭৭ সালে মারা যাওয়া প্রিসলি আয় করেছেন সাড়ে ৫ কোটি ডলার। তিন থেকে পাঁচে আছেন যথাক্রমে কার্টুনিস্ট ও পিনাটস কমিক স্ট্রিপের স্রষ্টা চার্লস শুলজ (৪ কোটি ডলার), এলিজাবেথ টেলর (আড়াই কোটি) ও ১৯৮১ সালে মৃত বব মার্লে (২ কোটি)। এই আয়ের হিসাব করা হয়েছে গত বছরের অক্টোবর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮:২২:২৯ ৩৫৯ বার পঠিত