বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪
লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল
Home Page » আজকের সকল পত্রিকা » লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতালনিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীকে ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো। তা না হলে আগামী ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে দলগুলো।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সম্মিলিত ইসলামী দলগুলোর মহাসচিব মাওলানা জাফরউল্লাহ খান এ ঘোষণা দেন। লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে জাফরউল্লাহ খান বলেন, আবদুল লতিফ সিদ্দিকী একজন স্বঘোষিত ধর্মদ্রোহী ও মুরতাদ। যেহেতু তিনি এখনো তওবা করেননি ও অনুতপ্ত হননি, তাই তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার জুমার সময় দেশের সব মসজিদে ধর্মবিরোধীদের বিরুদ্ধে বয়ান দেওয়া হবে। ২১ অক্টোবর পর্যন্ত গণসংযোগ ও প্রতিবাদ সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী পার্টির সভাপতি আবদুল মোবিন, খেলাফত আন্দোলনের সাংগঠনিক মুফতি ফখরুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবদুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
-
বাংলাদেশ সময়: ১৬:২৯:০৬ ৪০৬ বার পঠিত