বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪

১১ দিন পর পদ্মা-মেঘনায় মাছ ধরা শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » ১১ দিন পর পদ্মা-মেঘনায় মাছ ধরা শুরু
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪



image_77744_0.jpgডেস্ক রিপোর্টঃমা ইলিশ রক্ষার্থে টানা ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুনরায় মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মা ইলিশ রক্ষার্থে এ সময় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরার পাশাপাশি ইলিশের বিচরণ ক্ষেত্র মুন্সিগঞ্জ ও চাঁদপুরের (মেঘনা ও পদ্মায়) বিস্তীর্ণ এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য বিভাগ। এ সময়ের মধ্যে মাছ ধরা, জাল ফেলা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়। জেলেরা যাতে নদীতে ও সাগরে মাছ শিকার করতে না পারে সেজন্য পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠন করা হয়েছিল যৌথ টিম।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় জেলেদের জেল-জরিমানা করা হয় এ ১১ দিনে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নব উদ্যোমে জেলেরা নদীতে মাছ ধরতে নামছেন। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কার্যক্রম চলাকালে জেলা টাস্কফোর্স ৫৭টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৯টি অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করায় চাঁদপুরের ১৩৫ জেলেকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ২১৬টি মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অভিযান সফল করতে পুলিশ প্রশাসনের আন্তরিকতার অভাব ছিল না। সব সময় অভিযান মনিটর করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন অফিসার হাসানুর রহমান জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ৫ থেকে ১৫ অক্টোবর চারটি ভাগে বিভক্ত হয়ে নদীতে ২৪ ঘণ্টা টহল দিয়েছে কোস্টগার্ড। মা ইলিশ রক্ষায় শতভাগ সফলতা দাবি করছি না, তবে সামর্থ্য অনুযায়ী আমরা আপ্রাণ চেষ্টা করেছি।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৮   ৪২৫ বার পঠিত