রবিবার, ১২ মে ২০১৩

সৌরজগতের নতুন ২ বসবাস যোগ্য পৃথিবীর সন্ধান লাভ!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » সৌরজগতের নতুন ২ বসবাস যোগ্য পৃথিবীর সন্ধান লাভ!
রবিবার, ১২ মে ২০১৩



742854main2_lineup-1refl_update_673.jpgরাতুল, বঙ্গ-নিউজ ডটকমঃ আমাদের সৌরজগতের বাইরে আরো দুটি বসবাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাশূন্য বিষয়ক সংস্থা নাসা। পৃথিবীর মতোই দেখতে এ দুটি গ্রহ পৃথিবীর চেয়ে খানিকটা বড় এবং ব্যাস প্রায় দেড় গুণ বেশি। এরা এক হাজার ২০০ আলোকবর্ষ দূরে থেকে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। বিজ্ঞানীদের ধারণা, গ্রহ দু’টিতে পানির সন্ধান মিলতে পারে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘সায়েন্স ম্যাগাজিন’কে গবেষকরা বলেন, ‘গ্রহ দুটির আবিষ্কার খুবই উত্তেজনাপূর্ণ’। গবেষণা দলের প্রধান বিল বোরাকি বলেন, ‘এরা এ যাবৎকালের সবচেয়ে বেশি বসবাসযোগ্য গ্রহ।’ এ দুটি গ্রহের নামকরণ করা হয়েছে কেপ্লার-৬২ই এবং কেপ্লার-৬২এফ।

বাংলাদেশ সময়: ০:৩০:১১   ৬৫৮ বার পঠিত