বুধবার, ১৫ অক্টোবর ২০১৪

পল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

Home Page » প্রথমপাতা » পল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
বুধবার, ১৫ অক্টোবর ২০১৪



images1.jpgবঙ্গ-নিউজ ডট কম: কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা বেশক’টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই একটি গলি থেকে ছাত্রদলের ১৫/২০ জন নেতাকর্মী মিছিল নিয়ে বেরিয়ে আসে। তারা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে এবং ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা ‘এ্যানী-টুকুর পকেট কমিটি মানি না’ বলে স্লোগান দেয়।

এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাকি বিল্লাহ, শহীদুল এবং হাফিজ নাজির হোসেন। এদের পল্টন থানায় নেয়া হয়েছে।

তবে আটককৃতদের দাবি, তারা পথচারী।

উল্লেখ্য, বহু জল্পনা কল্পনা, বিক্ষোভ, বিবাদের পর গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রাজিব আহসান এবং সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আকরামুল হাসান।

বঙ্গ-নিউজ ডট কম/ আব্দুর রব ।

বাংলাদেশ সময়: ১৯:০২:২১   ৩৭৪ বার পঠিত