বুধবার, ১৫ অক্টোবর ২০১৪
বুবু আমার-শাহানারা রশীদ ঝরনা
Home Page » সাহিত্য » বুবু আমার-শাহানারা রশীদ ঝরনাবুবু পরে রাঙা শাড়ি মায়াবী তার রূপ
চাঁদ-জোস্না তাকে দেখে রয় চুপি নিশ্চুপ
বুবুর নাকি বিয়ে হবে, আসবে নতুন বর
বুবু যাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের ঘর
বাজবে সানাই বাদ্য কতো পালকি উহুম বোল
বরের বুকে বুকের চোখে স্বপ্ন রঙিন দোল।
বুবু আমার তুলো রাশি ফেলবে চোখের জল
পড়শিরা সব আনন্দেতে করবে কোলাহল
জামদানিতে বেশ মানাবে, মুক্তে মোতির দুল
দুলবে নাকে হীরের নোলক সূর্য তারার ফুল
দেখে সবাই বলবে আহা, চাঁদ মেনেছে হার
এমন মোহন রূপের চমক, কই, দেখি না আর!
বুবু আমার লক্ষী বুবু সবচে, আপনজন
তাকে ছাড়া একলা ঘরে কাঁদবে আমার মন!
বাংলাদেশ সময়: ১৯:০১:০৩ ৪৪৩ বার পঠিত