বুধবার, ১৫ অক্টোবর ২০১৪
পিয়াসকে শহীদ মিনারে আনতে দেয়া হবে না: ঢাবি প্রক্টর
Home Page » জাতীয় » পিয়াসকে শহীদ মিনারে আনতে দেয়া হবে না: ঢাবি প্রক্টরবঙ্গ-নিউজ:ঢাবি: বরেণ্য বুদ্ধিজীবী ড. পিয়াস করিমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার অনুমতি দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।পিয়াস করিমের পরিবারের পক্ষে তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন আবেদন করলেও বুধবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ জানিয়েছেন, শহীদ মিনারে পিয়াস করিমের মরদেহ রাখতে দেয়া হবে না। এ ব্যাপারে পিয়াস করিমের পরিবারের পক্ষ থেকে যে আবেদন দেয়া হয়েছে ‘সঙ্গত’ কারণে তা গ্রহণ করতে পারছে না কর্তৃপক্ষ।
তিনি বলেন, কিছু সংগঠন ওই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয়ায় নিরাপত্তার কারণে সেখানে শ্রদ্ধা জানানোর মতো কোনো কর্মসূচির অনুমতি দেয়া যাচ্ছে না।
এদিকে, পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার সকাল থেকে পুলিশ শহীদ মিনার এলাকা ঘিরে রেখেছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা যে কোন মূল্যে দেশ বরেণ্য বুদ্ধিজীবী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের লাশ শুক্রবার শহীদ মিনারে নেয়ার ঘোষণা দিয়েছেন।
বিপরীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখতে না দেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ।
বিকালে এক সংবাদ সম্মেলনের পরিষদের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন। তারা যে কোনো মূল্যে শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখার চেষ্টা প্রতিহত করবেন।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস এবং বিরোধী মতের ওপর দমন-পীড়ন করায় টকশোতে ক্ষমতাসীনদের সমালোচনায় মুখর ছিলেন এই বুদ্ধিজীবী। শাহবাগে গণজাগরণ মঞ্চের কার্যক্রম সরকারের পরিকল্পিত এমন দাবি তুলেও ক্ষমতাসীন এবং বামদের বিরাগভাজন হন তিনি।
বাংলাদেশ সময়: ১৭:২২:০৫ ৩৬৮ বার পঠিত