বুধবার, ১৫ অক্টোবর ২০১৪
ডাইনি সন্দেহে ৭ বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা
Home Page » এক্সক্লুসিভ » ডাইনি সন্দেহে ৭ বৃদ্ধাকে পুড়িয়ে হত্যাবঙ্গ-নিউজ ডটকম:ডোডোমা, ১৩ অক্টোবর- আফ্রিকার দেশ তানজানিয়ায় ডাইনি সন্দেহে সাত বৃদ্ধাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনায় ৩২ জনকে আটক করেছে পুলিশ।
গত ১০ অক্টোবর এ খবর দিয়েছে বিবিসি। তানজানিয়ার পশ্চিম কিগোমা এলাকার মুরুফিতি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ৬ অক্টোবর ঘটলেও ২৩ জন আটকের পরেই তা প্রকাশ পায়। আটকদের মধ্যে একজন গ্রামের মাতব্বর রয়েছে।
জানা গেছে, পুড়িয়ে হত্যা করা নারীদের মধ্যে পাঁচ জনের বয়স ৬০ বছরের উপরে আর বাকি দু’জনের বয়স ৪০ এর বেশি।
তানজানিয়ার একটি মানবাধিকার সংস্থার দাবি, দেশটিতে প্রতি বছর ৫০০ জন নারীকে ডাইনি সন্দেহে হত্যা করা হয়।
আটকদের গত শুক্রবার আদালতে তুললে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই নারীদের অনেকের ওপর কুঠার নিয়ে হামলা করা হয় এবং অনেকের বাড়ি জ্বালিয়ে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫২:২৫ ৩৬৬ বার পঠিত