বুধবার, ১৫ অক্টোবর ২০১৪

র‌্যাব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Home Page » জাতীয় » র‌্যাব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
বুধবার, ১৫ অক্টোবর ২০১৪



injkhjhdex.jpg

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় গ্রেফতার র‌্যাব সদস্য রুহুল আমিনের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রুহুল আমিনকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
ঈদুল আজহার পরদিন পটুয়াখালীর বাউফল থানার সনেশ্বর গ্রাম থেকে পুলিশ ও ডিবির একটি দল রুহুল আমিনকে গ্রেফতার করে। সাত খুনের ঘটনার সময় নারায়ণগঞ্জে র‌্যাব-১১তে কর্মরত ছিলেন তিনি।
বুধবার প্রথম দফার রিমান্ডের মেয়াদ শেষ হয়। আরো তথ্য জানার জন্য আজ সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সাত খুনের ঘটনায় আরো তথ্য জানার জন্য রুহুল আমিনকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রসঙ্গত, ২৭ এপিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে বাকি একজনের লাশও নদীতে ভেসে ওঠে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়। চাঞ্চল্যকর সেভেন মার্ডারের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৭   ৩৮২ বার পঠিত