রবিবার, ১২ মে ২০১৩

শুধু মায়ের জন্য একটি দিন

Home Page » জাতীয় » শুধু মায়ের জন্য একটি দিন
রবিবার, ১২ মে ২০১৩



image_40023.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আজ মে মাসের দ্বিতীয় রবিবার। প্রতিবছর এই দিনটিতে পালিত হয় বিশ্ব মা দিবস। আমাদের দেশে ঘটা করে মা দিবস পালনের রেওয়াজ বেশি পুরোনো না হলেও ইতিমধ্যে দিসবটি সবাইকে নাড়া দিয়ে গেছে। মা সম্পর্কিত কোন কিছু মানুষকে নাড়া দেবে এটিই তো স্বাভাবিক। একজন মানুষের জীবনে মায়ের অবদান কি সেটি কি বলে শেষ করা সম্ভব? এই মাকে ভালোবাসার জন্য বিশেষ কোন দিনক্ষণের প্রয়োজন আছে এমনটিও বোধ হয় না। তারপরও একজন মাকে সম্মান জানানোর একটি আনুষ্ঠানিক উপলক্ষ হিসেবে ক্রমেই এই দিনটির গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়ছে। বেশ আগেই দিবসটি বড় শহরের গণ্ডি পেরিয়েছে। এখন সুদূর মফস্বল শহরেও অনেক পরিবারের সন্তানরা মা দিবস পালন করছেন। জনপ্রিয় হচ্ছে মা দিবস। ছোট্ট একটি উপহার দিয়ে ‘মা তোমাকে ভালোবাসি’ এই কথাগুলো বলা সন্তানের সংখ্যা এখন কম নয়। দিনটিকে সামনে রেখে দোকানিরা উপহার সামগ্রীর পসরা নিয়ে বসেন। সংবাদপত্রে বিশেষ প্রতিবেদন লেখা হয়, টিভি চ্যানেলগুলোতে থাকে বিশেষ অনুষ্ঠান।বিশ্বের বিভিন্ন দেশে বেশ আগে থেকেই মা দিবস প্রচলিত। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার আনা জার্ভিসের উদ্যোগে এই দিবসটির সূচনা হয়। তিনি ‘মাদার্স ডে ওয়ার্ক ক্লাব’ গঠন করেন। এই ক্লাব শহরের স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, দুস্থদের সেবার কাজ করতো। ১৯০৭ সালের ১২ মে মায়ের মৃত্যুর পর আনা জার্ভিস একটি মেমোরিয়াল গঠন করেন। এই মেমোরিয়ালই পরে ‘মা দিবস’ পালনের দাবি জানায়। এরপর ১৯১৪ সাল থেকে পালিত হতে থাকে আন্তর্জাতিক মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে মা দিবস পালিত হলেও বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়।

বাংলাদেশ সময়: ০:০৬:৩৯   ৫১৫ বার পঠিত