মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪

প্রতারণার অভিযোগে ২১টি হজ্জ্ব এজেন্সীর লাইসেন্স বাতিল

Home Page » জাতীয় » প্রতারণার অভিযোগে ২১টি হজ্জ্ব এজেন্সীর লাইসেন্স বাতিল
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



img_24993290287434.jpeg

বঙ্গ-নিউজ:বাংলাদেশ থেকে এবার প্রায় এক লক্ষ মানুষ হজ্জ্বে যান

হজ্জ্ব যাত্রীদের সঙ্গে প্রতারণা এবং অনিয়মের অভিযোগে এবার ২১ টি হজ্জ্ব এজেন্সীর লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরি বাবুল হাসান।

তিনি জানান, এসব এজেন্সী হজ্জ্ব যাত্রীদের নিয়ে নানা রকম প্রতারণা করেছে। হজ্জ্ব পালনের জন্য সৌদী আরবে নিয়ে যাওয়া এবং সেখানে থাকার খরচ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করেছে। এজন্যে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

উল্লেখ্য গত বছরও একই অভিযোগে ২১২টি এজেন্সীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল সরকার।

বাংলাদেশ থেকে এবার প্রায় এক লাখ মানুষ সৌদী আরবে হজ্জ্ব পালন করতে যান। এদের মধ্যে অনেকেই গেছেন বেসরকারি এজেন্সীগুলোর ব্যবস্থাপনায়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরি বাবুল হাসান জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ্ব করতে যাওয়া ৫১৭ জন হজ্জ্ব যাত্রী এবার বিপাকে পড়েন তাদের এজেন্সীর প্রতারণার কারণে। তখন সরকারি ব্যবস্থাপনায় তাদের হজ্জ্ব পালনের ব্যবস্থা করে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৬   ৩৭৮ বার পঠিত