মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪

চট্টগ্রাম আদালত উড়িয়ে দেয়ার হুমকি ‘জেএমবি’র

Home Page » জাতীয় » চট্টগ্রাম আদালত উড়িয়ে দেয়ার হুমকি ‘জেএমবি’র
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



chittagongcourt-e1405605616597.jpgবঙ্গ-নিউজ ডট কম: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রাম আদালতে বোমা হামলা করার এক উড়ো হুমকি দিয়েছে। এ হুমকিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত পাড়ায়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন  বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেট মানস চৌধুরী নামের এক আইনজীবীকে ফোন করে বোমা হামলায় আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেন জেএমবির সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি তাৎক্ষণিক তিনি পুলিশকে জানালে তা তদন্তে পুলিশ কাজ শুরু করে। বিষয়টি আদৌ সত্যি কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে।’

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘জেএমবি পরিচয়ে বোমা হামলার হুমকি পাওয়ার পর সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত এলাকায় প্রায় ১শ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রবেশ পথে আইনজীবী, বিচারপ্রার্থীসহ সকলকে তল্লাশি করে ঢুকতে দেয়া হচ্ছে।

বঙ্গ-নিউজ ডট কম/ আব্দুর রব।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩৩   ৪৪৬ বার পঠিত