মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪
ফটোসাংবাদিক পিউয়ের জানাজা সম্পন্ন
Home Page » আজকের সকল পত্রিকা » ফটোসাংবাদিক পিউয়ের জানাজা সম্পন্ননিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট ফটোসাংবাদিক আজিজুর রহীম পিউয়ের জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে মরহুমের জানাজা সম্পন্ন হয়। এর আগে বেলা ১২টা ৫৫ মিনিটে পিউয়ের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়।
পিউয়ের জানাজায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাত হোসেন, বিএফইউজে একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহম্মেদ, ডিআরইউ-এর প্রাক্তন সাধারণ সম্পাদক কামাল মাহমুদ।
জানাজা শেষে বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পিউ মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজিজুর রহীম পিউয়ের পরিবার জানায়, রাজধানীর লালমাটিয়ার বাসায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন পিউ। স্বজনেরা ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম পিউ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি দৈনিক সমকালে দীর্ঘদিন কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি রংপুর থেকে প্রকাশিত ‘বাহের খবর’ পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রংপুর শহরের গুপ্তপাড়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই ফটোসাংবাদিককে। তবে তার বোন যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি দেশে ফেরার পর পিউয়ের দাফনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান স্বজনেরা।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:৩১ ৪৮২ বার পঠিত