মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪
ঝগড়ার পরে সম্পর্কে মধুরতা ফিরিয়ে আনার দারুন কৌশল!
Home Page » এক্সক্লুসিভ » ঝগড়ার পরে সম্পর্কে মধুরতা ফিরিয়ে আনার দারুন কৌশল!স্টাফ-রিপোটার:বঙ্গ-নিউজ:দাম্পত্য জীবন বলুন আর প্রেমিক প্রেমিকার ভালোবাসার সম্পর্ক বলুন, একটু আধটু ঝগড়াঝাঁটি তো হয়েই থাকে। কথায় বলে ঝগড়ায় প্রেম বাড়ে। আসলেই কথাটি বেশ বড় একটি সত্যি। কারণ ঝগড়া শেষে দুজনেই দুজনের মূল্য বেশ ভালো করেই বুঝতে পারেন। দুই দিন কথা বলা বন্ধ থাকলে আপনা আপনিই রাগ ক্ষোভ সব চলে যায়। মনের ভেতরের আবেগ তখন আরও ভালো ভাবে প্রকাশ পায়। গাঢ় হয় সম্পর্ক।অনেক দম্পতি এবং প্রেমিক-প্রেমিকা যুগল রয়েছেন যারা ঝগড়ার পর ইগো সমস্যায় ভোগেন। ঠিকভাবে সব কিছু স্বীকার করে নিয়ে সম্পর্কের মধুরতা আগের মতো ফিরিয়ে আনতে পারেন না। তাই আজকে আপনাদের জন্য রইল ঝগড়ার পর সম্পর্কে আগের মতো মধুরতা ফিরিয়ে আনার দারুণ কৌশল।
সরি বলুনযদি আপনি মনে করে থাকেন ঝগড়ার সময় ভুলটি আপনার ছিল তবে সরাসরি সরি বলুন। আপনার এই ছোট্ট স্বীকার্যতা সম্পর্কে মধুরতা আনতে বেশ কার্যকর হবে। আপনার সঙ্গী বুঝতে পারবেন আপনি মন থেকেই ঝগড়াটির জন্য অপরাধ বোধ করছেন।
সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন
সঙ্গীর পছন্দের কোনো কিছু করুন। তার জন্য সুন্দর একটি গিফট কিনে আনুন। অথবা আর কিছু না হোক তার পছন্দের ফুল দিয়েই তাকে খুশি করার চেষ্টা করুন। এতে করে আপনার সঙ্গী বুঝতে পারবেন আপনার কাছে আপনার সঙ্গীর গুরুত্ব অনেক বেশি। এতে তিনিও খুশি থাকবেন এবং ঝগড়ার পরের গুমোট ভাবও দূর হয়ে যাবে।
ছোট্ট একটি চিরকুট লিখুন
ঝগড়া শেষে কথা বলা বন্ধ? কোনো সমস্যাই নয়। তার জন্য লিখতে থাকুন ছোট্ট ছোট্ট চিরকুট। ভালোবাসার কথা, আপনার মনের কথা কিংবা তার প্রতি প্রশংসা সূচক ছোট্ট ছোট্ট বাক্যের কথা মালা সাজিয়ে লিখতে থাকুন ছোট্ট কিছু চিরকুট। আপনার সঙ্গীর মুখে ঠিকই হাসি ফুটবে।
সারপ্রাইজ দিন সঙ্গীকেঝগড়ার পরের গুমোট ভাবটি কাটানোর সব চাইতে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সঙ্গীকে সারপ্রাইজ দেয়া। এটি খুব সহজ একটু উপায় সঙ্গীর মুখে হাসি ফুটানোর। মেয়েরা চাইলে একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলতে পারেন অথবা এমন কোনো কিছু যাতে সারপ্রাইজ হয়ে যান আপনার সঙ্গী। আর ছেলেরা চাইলে নিজের সঙ্গিনীর জন্য কিছু রান্না করে তাকে সারপ্রাইজ দিতে পারেন। এমন কিছু করুন যাতে সঙ্গী খুশি হয়ে যান।
বাংলাদেশ সময়: ১১:৪৯:৪১ ৪১২ বার পঠিত