মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪
নোবেল জয়ী মালালার মোবাইল ফোন বা ফেসবুক অ্যাকাউন্ট নেই
Home Page » এক্সক্লুসিভ » নোবেল জয়ী মালালার মোবাইল ফোন বা ফেসবুক অ্যাকাউন্ট নেইস্টাফ-রিপোটার:বঙ্গ-নিউজ:সম্প্রতি পাকিস্তানি স্কুলছাত্রী মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার জয় করে বিশ্ববাসীর নজর কেড়েছেন। তিনি বর্তমানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না বলে দাবি করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
মালালার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার কারণ হিসেবে জানা গেছে এগুলোর বদলে তিনি শিক্ষাতেই বেশি আগ্রহী। তিনি সেলফিকে সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বোচ্চ ব্যবহার বলেও মনে করেন না।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নোবেলজয়ী এ কিশোরী কেন এখন টুইটার ও ফেসবুক ব্যবহার করেন না, তা তিনি প্রকাশ করেন এ সাক্ষাৎকারে। তিনি আরও জানান, স্কাইপ ব্যবহার করে তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন।
এ প্রসঙ্গে মালালা বলেন, ‘আমার এখনও টুইটার বা ফেসবুক অ্যাকাউন্ট নেই। কারণ আমি আমার শিক্ষার দিকে মনোযোগ দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো সেলফোনও নেই। আমি ১৭ বছর বয়সী। কারণ এটা যোগাযোগের ভালো মাধ্যম হলেও আমার শিক্ষার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমি আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ব।’
বাংলাদেশ সময়: ১১:২৪:৪৬ ৩২৭ বার পঠিত