মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪

প্রধান ডাক ঘরের পার্সেলে ‍দুই কেজি সোনা!

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধান ডাক ঘরের পার্সেলে ‍দুই কেজি সোনা!
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



g20141014001447-300x191.jpgনিজস্ব প্রতিবেদক : প্রধান ডাক ঘরের (জিপিও) ফরেন শাখা থেকে দুই কেজি সোনা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস।রোববার সন্ধ্যায় মালেশিয়ায় থেকে আসা ৯ কেজি পার্সেলের একটি কৌটার ভেতর থেকে এই দুই কেজি সোনা আটক করা হয়।

জিপিওর একটি সূত্র জানান, মালেশিয়ায় থেকে আসা নয় কেজি ওজনের পার্সেলটি সন্দেহজনক মনে হলে বিষয়টি ফরেন পোস্ট কাস্টমসকে জানানো হয়। ফরেন পোস্ট কাস্টমস সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্সেল খুলে সোনা দেখতে পান। সোনাগুলো আটক করে ডিসিএল শাখায় পাঠিয়েছেন তারা। উদ্ধার হওয়া এ সোনা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হতে পারে।

সূত্রটি আরো জানায়, পার্সেলে প্রাপকের ঠিকানায় মো. আলম শেখ, ২৬/২৭ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা- ১০০০ লেখা রয়েছে। প্রাপকের একটি মোবাইল (০১৭১৫১৮৪৮..) নম্বর উল্লেখ করা হয়েছে। যদিও নম্বরটিতে ফোন করে বন্ধ পাওয়া গেছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে জিপিওর এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায়ই জিপিওর ইমারজেন্সি মেইল সার্ভিস (ইএমএস) শাখায় কতিপয় কর্মকর্তার যোগসাজশে এ অভিনব কায়দায় সোনা চোরাচালান হয়ে থাকে। এর আগেও একটি হিরোইনের চালান আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।

ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) আশরাফুজ্জামান সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০:২১:৪৩   ৩৬০ বার পঠিত