সোমবার, ১৩ অক্টোবর ২০১৪

খালেদা জিয়ার মামলার সাক্ষ্যগ্রহণ ২৬ অক্টোবর

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার মামলার সাক্ষ্যগ্রহণ ২৬ অক্টোবর
সোমবার, ১৩ অক্টোবর ২০১৪



image_77077_0com.jpgডেস্ক রিপোর্টঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।সোমবার পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় খালেদার আইনজীবীদের সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে এ আদেশ দেন।
দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতার ও অভিযোগ গঠনের বৈধতা বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের আদেশের অপেক্ষায় থাকায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৮   ৩৬৮ বার পঠিত