সোমবার, ১৩ অক্টোবর ২০১৪
টঙ্গীতে ১ কেজি ৮‘শ গ্রাম সোনাসহ গ্রেপ্তার -১
Home Page » প্রথমপাতা » টঙ্গীতে ১ কেজি ৮‘শ গ্রাম সোনাসহ গ্রেপ্তার -১স্টাফ রিপোটার-আল রিআন:বঙ্গ-নিউজ:গতকাল সোমবার রাতে টঙ্গীর নিমতলি রেলগেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১ কেজি ৮‘শ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ । এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ রাসেল। সে নরসিংদির শাপলা চত্বর গ্রামের মৃত সামেদের ছেলে।
পুলিশের সহকারি উপ পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটায় টঙ্গী কালীগঞ্জ সড়কের নিমতলি রেলগেট চেকপোষ্টে একটি মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-চ-০২-২৫২৪) আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে তল্লাশি করে গিয়ার বক্সের উপরে রাখা কসটেপ প্যাচানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত পেকেটটি খুলে ১৬টি সোনার বার পাওয়া যায়। এসময় পুলিশ সদস্যরা রাসেলকেসহ মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া ১ কেজি ৮‘শ গ্রাম ওজনের সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত রাসেল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি ৫ হাজার টাকার বিনিময়ে সোনার বারগুলো বহন করছিলেন। বারগুলোর প্রকৃত মালিক বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকার জনৈক মোঃ আলী।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৯:৫১ ৩৯৬ বার পঠিত