সোমবার, ১৩ অক্টোবর ২০১৪

মনিকার যৌন কেলেঙ্কারি : ইহুদি আইনে অপরাধ করেননি কিনটন

Home Page » এক্সক্লুসিভ » মনিকার যৌন কেলেঙ্কারি : ইহুদি আইনে অপরাধ করেননি কিনটন
সোমবার, ১৩ অক্টোবর ২০১৪



1348146547_monica-lewinsky-bill-clinton-article.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল কিনটন মনিকা লিওনস্কির সাথে তার পরকীয়া নিয়ে সৃষ্ট জটিলতা থেকে রক্ষা পেতে ইহুদি আইনের আশ্রয় নিয়েছেন বলে ফাঁস হওয়া একটি ই-মেইলের সূত্রে জানা গেছে। এতে বলা হয়, কিনটন ব্যভিচার করেননি। তিনি ইহুদিদের মধ্যে সাধারণভাবে প্রচলিত ‘হস্তমৈথুন’ পাপ করেছিলেন।
১৯৯৯ সালের ২৭ জানুয়ারি ই-মেইলটি পাঠিয়েছিলেন ডর্টমাউথ কলেজ জুইশ স্টাডিজের অধ্যাপক সুসানাহ হেসকাল হোয়াইট হাউজের উপদেষ্টা সিডনি ব্লুমেনথালকে। মনিকার সাথে কিনটনের অনৈতিক সম্পর্ক নিয়ে ব্যাপক শোরগোলের মধ্যে ই-মেইলটি পাঠানো হয়েছিল এবং তা ব্যবহারও করা হয়েছিল। ওই ঘটনায় অল্পের জন্য ইমপিচমেন্ট থেকে রক্ষা পেয়েছিলেন কিনটন।
নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় বলা হয়েছে, ওই ই-মেইলে দাবি করা হয়, সনাতন ইহুদি আইন অনুসারে প্রেসিডেন্ট কিনটন ব্যভিচার করেননি। কারণ ওই আইনে ব্যভিচারের সংজ্ঞায় বলা হয়েছে, কোনো বিবাহিত নারীর সাথে কোনো বিবাহিত পুরুষের শারীরিক সম্পর্ক স্থাপন। কিন্তু মনিকা যেহেতু সিঙ্গেল, তাই কিনটন ব্যভিচার করেননি।

বাংলাদেশ সময়: ১৪:০৮:২০   ৩৭১ বার পঠিত