সোমবার, ১৩ অক্টোবর ২০১৪
রাজধানী তুরাগে গ্যাস সংকট
Home Page » সংবাদ শিরোনাম » রাজধানী তুরাগে গ্যাস সংকটনিজস্ব প্রতিবেদক, আল রিআন: বঙ্গ-নিউজ:রাজধানী তুরাগে আজ ভোর আনুমানিক ৫টার সময় থেকে কিছু এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাউনিয়ার ভাদালদী এলাকায় গ্যাস না থাকায় অনেকেইঅনেকে মাটির চুলায় রান্না-বান্না করতে বাধ্য হচ্ছেন। সকাল থেকে হোটেলে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। আসে পাশের দোকানে পাউরুটি কিংবা চিড়া মুড়ি না পেয়ে অনেকেই খালি মুখে অফিসের উদ্দেশ্যে রওহনা দিয়েছে। হঠাৎ করে গ্যাস না থাকার কারণে এলাকাবাসী পরেছে চরম বিপাকে। কখন গ্যাস সংযোগ চালু হলে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। গ্যাসের কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় গ্যাসের পাইপ ফেটে যাবার কারণে তা র্নিমান কাজ চলছে। খুব দ্রুত গ্যাস চালু হবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বহু পরিবারের চুলা জ্বলছে না। অনেকে মাটির চুলায় রান্না-বান্না করতে বাধ্য হচ্ছেন। রাজধানীর রামপুরা, বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী ও পুরানো ঢাকার কিছু এলাকায় গ্যাস সংকট সবচেয়ে বেশি। এসব এলাকার অনেক স্থানে সকালেই গ্যাস উধাও। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে হতে দুপুর গড়িয়ে বিকেল, কোথাও বা রাত। এসব এলাকার সমস্যার জন্য অবৈধ গ্যাস সংযোগকে দায়ী করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। - See more at: http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMjJfMTRfMV8xXzFfMTAyOTg3#sthash.Fgdr13R7.dpuf
রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বহু পরিবারের চুলা জ্বলছে না। অনেকে মাটির চুলায় রান্না-বান্না করতে বাধ্য হচ্ছেন। রাজধানীর রামপুরা, বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী ও পুরানো ঢাকার কিছু এলাকায় গ্যাস সংকট সবচেয়ে বেশি। এসব এলাকার অনেক স্থানে সকালেই গ্যাস উধাও। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে হতে দুপুর গড়িয়ে বিকেল, কোথাও বা রাত। এসব এলাকার সমস্যার জন্য অবৈধ গ্যাস সংযোগকে দায়ী করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। - See more at: http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMjJfMTRfMV8xXzFfMTAyOTg3#sthash.Fgdr13R7.dpuf
বাংলাদেশ সময়: ১০:৩০:১৭ ৩৪৫ বার পঠিত