সোমবার, ১৩ অক্টোবর ২০১৪
আ.লীগের সভাপতিমণ্ডলী থেকেও বাদ লতিফ সিদ্দিকী
Home Page » আজকের সকল পত্রিকা » আ.লীগের সভাপতিমণ্ডলী থেকেও বাদ লতিফ সিদ্দিকীনিজস্ব প্রতিবেদক : হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের জন্য মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়ার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকেও বাদ পড়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী।
রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাকে সভাপতিমণ্ডলী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের একথা জানিয়েছেন।
গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে প্রবীণ এই নেতার প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়।
আশরাফুল ইসলাম বলেন, লতিফ সিদ্দিকীকে এখন কারণ দর্শাও নোটিস পাঠানো হবে। সোমবার এই নোটিশ পৌঁছে দেওয়া হবে। নোটিসের জবাব পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে।
আবদুল লতিফ সিদ্দিকীকে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া এবং দল থেকে বহিস্কারের সিদ্ধান্তে কার্যনির্বাহী কমিটির সদস্যরা একমত হন। তবে দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিস্কার করতে গঠনতন্ত্র মেনে সাত দিনের নোটিশ দেওয়া হবে বলেই সিদ্ধান্ত দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রূদ্ধদ্বার বৈঠক শুরু হলে আবদুল লতিফের সাম্প্রতিক বক্তব্য ও কার্যকলাপের কথা তুলে ধরে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি দেওযার প্রস্তাব উত্থাপন করেন। কমিটির সবাই এই প্রস্তাবে সম্মতি জানান।
এর আগে রোববার দুপুরে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সই করার পর এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:২৯:৫৬ ৩৪৭ বার পঠিত