সোমবার, ১৩ অক্টোবর ২০১৪
প্রীতির বিরুদ্ধে নিন্দার ঝড়
Home Page » বিনোদন » প্রীতির বিরুদ্ধে নিন্দার ঝড়বঙ্গ-নিউজ ডটকম: ট্যুইটারে নিন্দার মুখে পড়ে গর্বের টুইট ডিলিট করতে বাধ্য হলেন প্রীতি জিন্তা। টুইটারে সিনেমা হল থেকে এক ব্যক্তিকে বের করে দেয়ার ঘটনা ট্যুইটারে গর্বের সঙ্গে পোস্ট করেছিলেন প্রীতি। কিন্তু তারপর থেকেই বিতর্কের মুখে পড়েন নিজেই। নিন্দার মুখে পড়ে অবশেষে টুইট ডিলিট করে দিতে বাধ্য হলেন প্রীতি।
দেখতে গিয়েছিলেন ব্যাঙ ব্যাঙ। কিন্তু প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত চলার সময় উঠে দাঁড়াননি কোনো এক সহদর্শক। তাই রাগের মাথায় তাকে প্রেক্ষাগৃহ থেকে বের করে দেন প্রীতি জিন্তা। এ ঘটনা গর্বের সঙ্গে টুইট করেন প্রীতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রীতির কাজে নিন্দার ঝড় ওঠে। সবারই বক্তব্য ছিল দেশাত্মবোধের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন প্রীতি। এরপরই সেই টুইট ডিলিট করেন তিনি।
প্রীতি টুইট করেন, ব্যাঙ ব্যাঙ শুরুর আগে প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত চলাকালীন এক ব্যক্তি উঠে দাঁড়াতে অস্বীকার করেন। তাই তাকে বের করে দিতে বাধ্য হলাম।
পড়ুন প্রীতির সেই ডিলিট করে দেয়া টুইট ও প্রতিক্রিয়া-
বাংলাদেশ সময়: ০:১৪:৩৯ ৩১৯ বার পঠিত