রবিবার, ১২ অক্টোবর ২০১৪

হতাশার পর ঘুরে দাড়াতে চায় মেসি -

Home Page » খেলা » হতাশার পর ঘুরে দাড়াতে চায় মেসি -
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



messi_791153629.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিশ্বকাপের পর প্রিতি ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ৪-২ ব্যবধানের জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের উদ্দিপনা নিয়েই আলেহান্দ্র সাবেয়ার দল চিরপ্রতিদ্বন্দি ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল। তবে ম্যাচে রক্ষণভাগের ভুল ও দলের সেরা তারকা মেসির পেনাল্টি মিসের কারণে ২-০ গোলে হারের মাশুল গুনতে হয়েছে আলেবিসেলেস্তাদের।

চীনের বার্ড নেস্ট স্টেডিয়ামে জিলেট সুপারক্ল্যাসিকোর ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার পাবেলো জাবালেতা বল সেভ করতে গিয়ে ব্রাজিলের দিয়েগো তারদেল্লির কাছে বল পাঠালে তিনি গোল করতে ভুল করেন নি। পরে দ্বিতীয়ার্ধে কর্ণার থেকে আসা বলে হেডের মাধ্যমে আবারো গোল করেন তিনি।

এদিকে ম্যাচে সমতা আনার সুযোগ ছিল নীল সাদা অধিনায়ক মেসির সামনে। পেনাল্টিতে শট করলে তা ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।

মেসি বলেন, ‘ ম্যাচটিতে আমরা দুটি ভুল করেছি। প্রথমটি আমাদের ভুলে তারা গোল করেছে। আর দ্বিতীয়টি আমার পেনাল্টি মিস করা।’

তবে এ ম্যাচে হারলেও সামনের দিকে ঘুরে দাড়াবে আর্জেন্টিনা এমনটি জানাযায় মেসির কথায়।

তিনি বলেন, ‘ দলের নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে দলটি দারুণ উজ্জিবিত। তিনি জানে দলকে কিভাবে সামনে এগিয়ে নিতে হবে। আশা করি আগামীতে আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলতে পারবো।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৬   ৩৫৮ বার পঠিত