রবিবার, ১২ অক্টোবর ২০১৪

স্থায়ী জমির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Home Page » জাতীয় » স্থায়ী জমির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



gazipur_banglanews24_780860674.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ভাওয়াল রাজ এস্টেটের জায়গায় বসবাসরত বাসিন্দারা বসতবাড়ির জমি চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন। এ মানববন্ধন কর্মসূচি থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপিও দেন তারা।

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে তারা এ স্বারকলিপি দেন।

স্বারকলিপিতে বলা হয়, কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের সিএস রেকর্ডিয় জমিতে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিন্তু বনবিভাগের লোকজন নিজেদের জমি দাবি করে তাদের কাছ থেকে মাসোহারা নিচ্ছেন।

এ ঘটনার প্রতিবাদে সরকারকে রাজস্ব দিতে তারা চিরস্থায়ী বন্দোবস্তের দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। অ্যাডভোকেট আজাদ মাহমুদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরকার, মুক্তিযোদ্ধা এনামুল হক খোকন, মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী আকন্দ, মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক, মজিবুর রহমান ও এস এ রহমান নাসির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩৭   ৩১৪ বার পঠিত