রবিবার, ১২ অক্টোবর ২০১৪

হুদহুদের প্রভাবে ভোলায়‌‌‌ ঝোড়ো বাতাস, নিম্নাঞ্চল প্লাবিত

Home Page » সংবাদ শিরোনাম » হুদহুদের প্রভাবে ভোলায়‌‌‌ ঝোড়ো বাতাস, নিম্নাঞ্চল প্লাবিত
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



jhor.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে ভোলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। নদী ও সাগরের পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে উপকূলবর্তী নিম্নাঞ্চল।

রোববার দুপুরে ঘণ্টায় প্রায় ২১০ কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের কৈলাশগিরি পার্ক ও তৎসংলগ্ন এলাকায় আঘাত হেনেছে হুদহুদ। এর প্রভাবে প্লাবিত হয়েছে উপকূলীয় জেলা ভোলার বিভিন্ন নিম্নাঞ্চল। ভোলার ওপর দিয়ে বইছে ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

এদিকে, মেঘনার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরী-মুকরী, চর পাতিলা, দৌলতখান উপজেলার মদনপুর, মেদুয়া, মনপুরা উপজেলার কলাতলীচরসহ ২০টি চরাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ করে পানি বাড়ায় উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুর্যোগ মোকাবেলায় সিপিপির নয় হাজার ১৩৫ জন কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন।

তিনি জানান, ক্ষয়ক্ষতির আশঙ্কায় কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণাও চালানো হয়েছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ নৌ-রুটে সব ধরনের অনিরাপদ (ছোট) নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে সমুগ্রগামী নৌযানগুলোকে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অপরদিকে, ঝড় মোকাবেলায় ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলাগুলোতে পাঠানো হয়েছে সতর্ক বার্তা। দুর্যোগ ব্যবস্থা কমিটিকে প্রস্তুত রাখা হয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪০   ৩৯৭ বার পঠিত