রবিবার, ১২ অক্টোবর ২০১৪

নির্যাতিত নারী……

Home Page » সাহিত্য » নির্যাতিত নারী……
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



xnetrothumbnailpagespeedicaw_etaeahy.jpgলেখকঃসন্তোষ বিশ্বশর্মা । সৌরভ সোসাইটি বারহাট্টা, নেত্রকোনা ।
তমালসাহা,নিজস্ব প্রতিবেদক,বঙ্গ-নিউজ ডটকম
পিতা মাতারআদরের ছিলাম
এক মাত্র মেয়ে
এস.এস.সি পাস করেছি
গোল্ডেন এ প্লাস নিয়ে
স্বপ্ন ছিল ডাক্তার হয়ে
করবো রোগীর চিকিৎসা।
পাড়া পড়শী মা বাবা করতো গুনের প্রসংশা
মাস খানেক পর বসতে হলো
রঙ্গিন বিয়ে পিরিতে
আশার স্বপ্ন ভেংগে গেল
কলেজ পেলাম না দেখিতে
স্বশুর বাড়ি এসে দেখি
নাই কিছুর অভাব।
কথায় কথায় ঝগড়া করা
এটাই তাদের স্বভাব।
গভীর রাত ধরে বসে থাকি
মনে লাগে ভয়।
মাতাল হয়ে স্বামী এসে
ভাজে কথা কয়।
যা ছিল সোনার গহনা
বেচে দিল জোর করে।
লোকের সামনে বধু সেজে
আসতে নাহি পারি ?
স্বাশুরী ননদীর জ্বালা যন্ত্রনা
স্বামীও করেনা আদর।
কেঁদে কেঁদে দিন কাটিয়ে
হয়েছি যেন পাথরে।
মুখের ভিতর কাপড় দিয়ে
করে যখন মারধর।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি
পৃথিবী হতে কর দূর
হাত পা বেধে সিগেরেট জ্বালিয়ে
যখন ধরে গায়।
মরণ যন্ত্রনায় ছটপট করি
প্রাণ রাখা ভিষণ দায়।
কত সহিব জ্বালা যন্ত্রনা
এত নির্যাতন ।
আত্ব হত্যা বেঁচে নিয়েছি
এটাই করেছি পণ।
হঠাৎ মাথায় প্রশ্ন জাগলো
নির্যাতিত নই আমি একা
বাংলার বহু ঘরে মোর স্বামীর মতো
জানোয়ার যায় দেখা।
শিকল ছেড়ে তোমরা বেড়িয়ে এস
নির্যাতিত যত নারী ।
ভয় নেই সংগে আছে পারি সংস্থা
আরো আছে সৌরভ সোসাইটি
ঘরে ঘরে গড়ব প্রতিরোধ
রাজ পথে মিছিল ।
সরকার করবে এ বিষয়ে শক্ত আইন
করবে না শিথিল
এমনি ভাবে সবাই যদি প্রতিরোধ
চালিয়ে যেতে পারি ।
বাংলার ঘরে থাকবে নাকো
কোনো নির্যাতিত নারী ।

বাংলাদেশ সময়: ১২:৩৬:১৮   ৩৫৬ বার পঠিত