শনিবার, ১১ অক্টোবর ২০১৪

ব্রা পরে ঘুমানো ক্ষতিকর?

Home Page » স্বাস্থ্য ও সেবা » ব্রা পরে ঘুমানো ক্ষতিকর?
শনিবার, ১১ অক্টোবর ২০১৪



inoiudex.jpg

বক্ষ সৌন্দর্য ধরে রাখতে মেয়েরা অন্তর্বাস ব্যবহার করলেও এ নিয়ে নানা বিতর্ক আছে। অনেকেই মেয়েদের ব্রা পরা নিয়ে ভুল ধারণাও পোষণ করেন। অনেকেই মনে করেন, অন্তর্বাসের বেশি ব্যবহার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

আর এজন্য নারীরা প্রায়ই চিকিংসকদের কাছে প্রশ্ন করেন থাকেন, রাতে ব্রা পরে ঘুমানো যাবে কিনা। এর জবাব দিয়েছেন নিউ ইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গন মেডিক্যাল সেন্টারের ব্রেস্ট ক্যান্সার সার্জারি মাল্টিডিসিপ্লিনারি ফেলোশিপের পরিচালক আম্বার গাথ। তিনি বলেন, অনেকেই নানা ব্যাখ্যা দিয়ে ব্রা পরে না ঘুমাতে বলেন। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে বলা যায় যে, ব্রেসিয়ার স্তনের জন্য ক্ষতিকর বা এটি পরে ঘুমানো উচিৎ নয়।

১৯৯৫ সালে ‘ড্রেসড টু কিল’ নামের একটি বই প্রকাশিত হয়। সে বইয়ে দাবি করা হয়, প্রতিদিন আঁটোসাঁটো অন্তর্বাস পরা স্তন ক্যান্সারের অন্যতম কারণ। আঁটো ব্রা স্তনে রক্ত ও অন্যান্য উপাদান প্রবাহে বাধা সৃষ্টি করে এবং এতে বিষাক্ত উপাদানের উদ্ভব ঘটে। এর পর থেকেই ব্রা স্তন ক্যান্সারের কারণ বলে গুজব ছড়িয়ে পড়ে।

নতুন এক গবেষণায় বলা হয়েছে, ব্রা পরার সঙ্গে স্তন ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। যারা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তাদের ক্যান্সারের সঙ্গে ব্রার পরার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘ক্যান্সার এপিডেমিওলোজি’ জার্নালে।

তবে এ নিয়ে গবেষকরা বলেছেন, ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে নারীরা যখন খুশি ব্রা পরতে পারেন, যখন খুশি খুলে রাখতে পারেন। আর আঁটোসাঁটো ব্রা পরা নিশ্চয়ই স্বস্তিদায়ক নয়। তাই ঘুমানের সময় কিছুটা ঢিলেঢালা ব্রা পরাই ভালো। এতে অস্বস্তি বা চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে না।

বাংলাদেশ সময়: ২২:০৫:০৫   ৪২৪৪ বার পঠিত