শনিবার, ১১ অক্টোবর ২০১৪

ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই

Home Page » প্রথমপাতা » ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই
শনিবার, ১১ অক্টোবর ২০১৪



hgghgndex.jpg

ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই। শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের পিটুনিতে মারা যান মো. নাসির হোসেন (২৫) নামের এক যুবক। নিহত নাসির ৯৩/১ ভাষানটেক এলাকার আবদুল মতিন সরদারের ছেলে।
জানা যায়, ভাসানটেক এলাকার আবুল, বাবলু, মামুন, কানা আলমসহ কয়েকজন বখাটে নাসিরের মামাতো বোনকে (১৫) বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার বিকেলেও উত্ত্যক্ত করে ওই বখাটেরা। সন্ধ্যায় নাসির এর প্রতিবাদ জানান এবং এ ধরনের আচরণ করলে আইনের আশ্রয় নেবেন বলে সতর্ক করেন ওই বখাটেদের।
নাসিরের বড় ভাই মোশারেফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরার সময় নাসিরের গতিরোধ করে ওই বখাটেরা। এরপর তারা ভারী বস্তু দিয়ে নাসিরকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি নাসিরকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে নাসির মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -১এর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারি উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী বলেন, নাসিরের লাশ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:০০   ৪৫১ বার পঠিত