ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই

Home Page » প্রথমপাতা » ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই
শনিবার, ১১ অক্টোবর ২০১৪



hgghgndex.jpg

ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ দিলেন ভাই। শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের পিটুনিতে মারা যান মো. নাসির হোসেন (২৫) নামের এক যুবক। নিহত নাসির ৯৩/১ ভাষানটেক এলাকার আবদুল মতিন সরদারের ছেলে।
জানা যায়, ভাসানটেক এলাকার আবুল, বাবলু, মামুন, কানা আলমসহ কয়েকজন বখাটে নাসিরের মামাতো বোনকে (১৫) বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার বিকেলেও উত্ত্যক্ত করে ওই বখাটেরা। সন্ধ্যায় নাসির এর প্রতিবাদ জানান এবং এ ধরনের আচরণ করলে আইনের আশ্রয় নেবেন বলে সতর্ক করেন ওই বখাটেদের।
নাসিরের বড় ভাই মোশারেফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরার সময় নাসিরের গতিরোধ করে ওই বখাটেরা। এরপর তারা ভারী বস্তু দিয়ে নাসিরকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি নাসিরকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে নাসির মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -১এর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারি উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী বলেন, নাসিরের লাশ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:০০   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ