শনিবার, ১১ অক্টোবর ২০১৪

রবিবারের বৈঠকেই লতিফের বিরুদ্ধে ব্যবস্থা: ওবায়দুল

Home Page » আজকের সকল পত্রিকা » রবিবারের বৈঠকেই লতিফের বিরুদ্ধে ব্যবস্থা: ওবায়দুল
শনিবার, ১১ অক্টোবর ২০১৪



image_76690_0.jpgডেস্ক রিপোর্টঃসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী রবিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়া হবে।

শুক্রবার সাভারের আশুলিয়ায় একটি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়া নেতা কিংবা মন্ত্রী যত প্রভাবশালী হোক না কেন তিনি দলে থাকতে পারবেন না।
তিনি বলেন,যারা এখনো গুরুত্বপূর্ণ পদে থেকে বেফাঁস কথাবার্তা বলছেন, টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিষয়টি তাদের জন্য একটি সতর্কবার্তা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, লন্ডনে বসে শব্দবোমা ফাটিয়ে বাংলাদেশে আন্দোলন হবে না। সাহস করে ঢাকায় এসে ঘোষণা না দিলে তা ব্যর্থ আন্দোলন হিসেবে চিহ্নিত হবে।
দেশের মানুষের সমর্থন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন আন্দোলনের তেমন কোনো ইস্যু নেই। আর নন-ইস্যুকে ইস্যু করে আন্দোলনে কোনো সাফল্য মিলবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও মানিকগঞ্জের প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ৯:৪৩:৩৩   ৪০৩ বার পঠিত