শনিবার, ১১ অক্টোবর ২০১৪
চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতবঙ্গ-নিউজঃঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর প্রভাবে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় ঘুর্ণিঝড় ‘হুদহুদ’ শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
এই পরিস্থিতিতে স্থানীয় সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি আগামী ১২ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশের উপকুল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে
বাংলাদেশ সময়: ৯:১১:৪৮ ৪১৩ বার পঠিত