শুক্রবার, ১০ অক্টোবর ২০১৪

জননী-আল রিআন

Home Page » সাহিত্য » জননী-আল রিআন
শুক্রবার, ১০ অক্টোবর ২০১৪



0aaaaaaaaa.jpg

মা দিয়েছে জন্ম ,দেখিয়েছে পৃথিবীর আলো।
বুকের মধ্য খানে রেখে ভেসেছেন কত না ভালো ?
দশ মাস গর্ভে লালন করেছে তীলে তীলে
শান্ত মনে ঘুমিয়েছি মায়ের কোলে
স্ত্রী দিয়েছে প্রেম স্বর্গসুখ সম
তাহার মত কেবা আছে এই জগতে প্রিয়তম।
সুখ দুখের সাথী সহধর্মীণী
এক জীবনে মহামূল্যবান দুই রমণী
মা দিয়েছে জন্ম ,দেখিয়েছে পৃথিবীর আলো।
দুই নারীর কারে বা করি পর কারে যে বাসি ভালো।
মা ছাড়া পৃথিবীর সব কিছুই বৃথা
সহধর্মীর প্রেম হীনা বেঁচে থাকা বিস্বাদ, তিতা।
দুই নারীর অবদান
কোন কারণে না হয় অম্লান
স্ত্রীর মাঝে স্বর্গের খুঁজে পাই
বেচেঁ থাকার এত প্রেম এত অনুভূতি আর কোথাও নাই।
মায়ের কোলে বেহেস্তের ছোয়া
স্বর্গসুখের চেয়ে দামি একবিন্দু মায়ের দোয়া।
মায়ের হাতে স্পর্শে নব প্রাণ আসে ফিরে যেন বারে বারে
স্ত্রীর প্রেমে সে মায়ের ভেস্ত যেন না যায় দূরে সরে ॥

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৩   ৪৫৮ বার পঠিত