শুক্রবার, ১০ অক্টোবর ২০১৪

মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়ায় সমালোচনা

Home Page » আজকের সকল পত্রিকা » মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়ায় সমালোচনা
শুক্রবার, ১০ অক্টোবর ২০১৪



matin20141009133842.jpgবঙ্গ-নিউজ:নিজস্ব প্রতিবেদক:ভাষাসৈনিক আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে।আবদুল মতিন শুধু ভাষা আন্দোলনে অগ্রণী ছিলেন তাই নয়, বাঙালির প্রত্যেকটি আন্দোলনের নেপথ্যে ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তার মতো ব্যক্তিকে কেন বা কী কারণে রাষ্ট্রীয় সম্মান জানানো হলো না- এটাই এখন সবার প্রশ্ন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ প্রসঙ্গে বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে ভাষাসৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান জানানো সম্ভব হয়নি। তবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া না হলেও তার মরদেহের প্রতি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভাষাসৈনিক আবদুল মতিন রাষ্ট্রের সম্পদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে তার অবদান রাষ্ট্র ও জনগণ কখনো ভুলবে না।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যার অবদান কখনো ভুলবার নয়, ভাষা আন্দোলনের সেই কিংবদন্তী আবদুল মতিনকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়নি। এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, আবদুল মতিন একজন কিংবদন্তী। স্বাধিকার ও স্বাধীনতার সূতিকাগার যে ভাষা আন্দোলন, আবদুল মতিন তার নেতৃত্ব দিয়েছেন। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জাতি তার অবদান কখনো ভুলবে না।

প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন তাকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানানো উচিৎ ছিল। কারণ তিনি শুধু একজন ভাষা সৈনিকই ছিলেন না, মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন। তিনি দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছেন। এমনকি তিনি তার মৃত্যুর পর চোখ ও দেহ দান করে গেছেন মানুষের জন্য। এমন একজন মানুষকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়াটা সরকারের হীনমন্যতা বলে তিনি মনে করেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, সরকার যে প্রটোকলের দোহাই দিচ্ছে তা গ্রহণযোগ্য হতে পারে না। সরকার চাইলে তাকে প্রটোকল বাদ দিয়েই রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারত। যে আচরণটি সরকার দেখিয়েছে তা সঠিক করেনি।

বাংলাদেশ সময়: ৯:১৩:০৯   ৩৬৫ বার পঠিত