বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০১৪
গোলাম আযমকে আবারো করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর
Home Page » জাতীয় » গোলাম আযমকে আবারো করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তরবঙ্গ-নিউজ:নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে আবারো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার কিছু আগে তাকে প্রিজন সেল থেকে সিসিইউয়ে নেয়া হয়।তিনি দীর্ঘদিন থেকে নানা ধরনের অসুখে ভুগছেন। এর আগে গত ২ সেপ্টেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিউি-এ চিকিৎসা দেয়া হয়। তার ছিল অতি উচ্চ রক্তচাপ (১৬০/১০৫), হৃদ স্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি (১৪০-১৪৩)।ফুসফুসে দেখা দেয় সংক্রমণ। চিকিৎসকরা জানান, তিনি কিছুদিন আগে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন ।
গোলাম আযমের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।গত ৬ অক্টোবর তিনি খুবই দুর্বল ছিলেন। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে কিংবা নিজের হাতে খেতেও পারছিলেন না। এজন্য তার পরিবার থেকে গোলাম আযমের মুক্তির দাবি করা হয়। উল্লেখ্য, মানবতা বিরোধী মামলায় আজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী গোলাম আযম বার্ধক্যজনিত অবস্থায় কারাগারে আটক রয়েছেন। তার বয়স ৯৪ বছর।
বাংলাদেশ সময়: ২০:৩৪:৪১ ৩৫৭ বার পঠিত