বুধবার, ৮ অক্টোবর ২০১৪
জাপানে অগ্ন্যুপাতে হতাহতে শেখ হাসিনার দুঃখ প্রকাশ
Home Page » আজকের সকল পত্রিকা » জাপানে অগ্ন্যুপাতে হতাহতে শেখ হাসিনার দুঃখ প্রকাশনিজস্ব প্রতিবেদক : জাপানে অগ্ন্যুপাতে হতাহত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ প্রকাশ করেছেন। তার দুঃখ প্রকাশের কথা জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবেকে জানিয়েছেন।মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শেখ হাসিনা চলমান উদ্ধার অভিযানের সাফল্য কামনা করেন এবং এ বিষয়ে সহযোগিতায় নিজের প্রস্তুতের কথা জানান।
গত ২৭ সেপ্টেম্বর রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলীয় ৩ হাজার ৬৭ মিটার (১০,১২১ ফুট) মাউন্ট ওনটেকে হঠাৎ অগ্ন্যুপাত শুরু হয়। এতে মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযানে বর্তমানে এক হাজার পুলিশ নিয়োজিত রয়েছেন। এ সময় মাউন্ট ওনটেকে প্রায় ২৫০ জন আটকা পড়েন। তবে তাদের বেশিরভাগই পরবর্তীকালে নিরাপদে সরে যেতে সক্ষম হন। পরের দিন উদ্ধারকারীরা ৩০ জন পর্বত আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ৯:৪৮:৪০ ৩৮২ বার পঠিত