বুধবার, ৮ অক্টোবর ২০১৪
এগিয়ে আসছে নিম্নচাপ
Home Page » জাতীয় » এগিয়ে আসছে নিম্নচাপডেস্ক রিপোর্ট : উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সামান্য অগ্রসর হয়ে একই এলাকায় এটি নিম্নচাপে পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল ।
আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার-যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগরে মাঝারী ধরনের উত্তাল রয়েছে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৩৫:০১ ৩৫৮ বার পঠিত