বুধবার, ৮ অক্টোবর ২০১৪
আংশিক চন্দ্রগ্রহণ আজ
Home Page » আজকের সকল পত্রিকা » আংশিক চন্দ্রগ্রহণ আজডেস্ক রিপোর্ট : বাংলাদেশের আকাশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ বুধবার।আজ বিকেল ৫টা ৪০ মিনিটে চাঁদ দিগন্তের ওপরে ওঠার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে প্রচ্ছায়া ও ৭টা ৩৩ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে।
বাংলাদেশে আংশিক চন্দ্রগহণ হলেও প্রশান্ত মহাসাগরের ওপরে অবস্থিত সমস্ত স্থলভাগ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে। তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে, পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে।
এদিকে আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বাংলাদেশ সময়: ৯:১৭:১৭ ৪৩২ বার পঠিত