সোমবার, ৬ অক্টোবর ২০১৪

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
সোমবার, ৬ অক্টোবর ২০১৪



eid-h20141006085607.jpgতমালঃনিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন।

ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মাদ আবদুল্লাহ।

ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা জাতীয় ঈদগাহে সমবেত হন।

ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

মোনাজাত শেষে সবাই পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবারের মতো এবারও পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজের বিশেষ ব্যবস্থা ছিল।

অন্যদিকে ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান ও আশপাশের সড়কগুলো সাজানো হয় নতুন সাজে।

বাংলাদেশ সময়: ১০:৪৩:০৭   ৩৪৭ বার পঠিত