রবিবার, ৫ অক্টোবর ২০১৪

আজ পবিত্র ঈদুল আজহা………

Home Page » আজকের সকল পত্রিকা » আজ পবিত্র ঈদুল আজহা………
রবিবার, ৫ অক্টোবর ২০১৪



picture-320141005093141.jpgতমালঃনিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যেই শেষ হয়েছে সব প্রস্তুতি। পবিত্র হজও পালিত হয়েছে গত শুক্রবার। রোববার সূর্যস্তের পরই শুরু হবে ১০ জিলহজ, পবিত্র ঈদুল আজহা। অপেক্ষা কেবল রাত পোহাবার।
ঈদুল ফিতর নিয়ে প্রতিবছরই একটা অনিশ্চয়তা থাকলেও ঈদুল আজহার ক্ষেত্রে তা হয় না। জিলহজ মাসের ১০ তারিখে দিনটি নির্ধারিত। তাই জিলহজের চাঁদ ওঠার পর বলেই দেওয়া যায়, কবে হচ্ছে ঈদের দিন। মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপন করবে। মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে মন।
প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের নিজের ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন হজরত ইব্রাহিম (আ.)।কিন্তু আল্লাহ তা’লার অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। এ সুযোগ থাকে ঈদের পরের দুই দিন পযর্ন্ত।
সোমবার সকালেই মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে আদায় করবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ। শুভেচ্ছা বিনিময় করবেন কোলাকুলির মাধ্যমে।

নামাজ শেষে অনেকেই যাবেন কবরস্থানে স্বজনের কবর জিয়ারত করতে। এরপর হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার করা ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করবেন।

বৃহস্পতিবার থেকেই ঘরে ফেরার পালা শুরু হয় রাজধানীবাসীর। গতকাল শনিবার ছিল তার শেষ ধাপ। শনিবার মহানগরীর রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। ভিড় ছিল কেবল পশুর হাট, লঞ্চ-বাস-রেলস্টেশনে।
এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ঈদুল আজহার মর্মবাণী আমাদের শিক্ষা দেয় পরমতসহিষ্ণু, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান সমুন্নত রাখার মাধ্যমে শান্তি-সম্প্রীতিময় বিশ্বসমাজ গড়ার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১০:৪৮:১৬   ৪১৮ বার পঠিত