শনিবার, ৪ অক্টোবর ২০১৪
টাঙ্গাইলের পৃথক দুর্ঘনায় নিহত ২, আহত ১৫
Home Page » সংবাদ শিরোনাম » টাঙ্গাইলের পৃথক দুর্ঘনায় নিহত ২, আহত ১৫বঙ্গ-নিউজডটকমঃ ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন।
অন্যদিকে মির্জাপুরের সোহাগ পাড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন আহত এবং মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সোহাড় পাড়া ও ১১টায় ঘারিন্দা ও দুপুর দেড়টায় কালিহাতীতে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মির্জাপুরের কুমদিনী হাসপাতাল ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাতে ভর্তি করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোগারচর এলাকায় ট্রাক চাপায় মামুন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
শনিবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত মামুন চাঁপাই নবাবগঞ্জের কুতুব উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বঙ্গনিউজকে জানান, দুপুরে মামুন মোটর সাইকেলে করে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, গোড়াই হাইওয়ে থানার ওসি যুবায়েদুল আলম বঙ্গনিউজকে জানান, সকাল পৌনে ১১টায় মহাসড়কের মির্জাপুর উপজেলার ঘোরাই কটন মিল এলাকায় অজ্ঞাতপরিচয়ের এক পথচারী বাসচাপায় নিহত হয়।
অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগ পাড়ায় একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৯ জন আহত হয়। এদেরকে মির্জাপুর কুমুদিনী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মহাসড়কের ঘারিন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:০০ ৩৬২ বার পঠিত