শনিবার, ৪ অক্টোবর ২০১৪

রংপুরের ৩৩ ওয়ার্ডে ঈদের জামাত

Home Page » সংবাদ শিরোনাম » রংপুরের ৩৩ ওয়ার্ডে ঈদের জামাত
শনিবার, ৪ অক্টোবর ২০১৪



rongpur.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রংপুর মহানগরীর ৩৩ ওয়ার্ডে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়াও নগরীর বিভিন্ন খানকা শরীফ ও মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে।

শনিবার সংশ্লিষ্টরা এসব তথ্য জানান।

রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঈদের দিন সকাল ৯টায় রংপুরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেকটরেট ঈদগাহ মাঠে।

এতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বৃষ্টি হলে কালেকটরেট মসজিদে ঈদে প্রধান জামাত অনুষ্টিত হবে। এছাড়া সকাল ৭টায়, পুলিশ লাইন্স স্কুল মাঠ, মুলাটোলা হাফেজিয়া মাদ্রাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগাহ মাঠেও নামাজ হবে।

সকাল ৯টায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ শালবন ঈদগা মাঠ ও মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯ টায় আহলে হাদিসের ঈদের জামাত অনুষ্টিত হবে শালবন বাহার কাছনা মাঠে।

সকাল ৯ টায় হবে সাতমাথা ঈদগাহ মাঠ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাঁতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বৃষ্টি হলে ওই এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে রংপুর ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:৪৬   ২৯৫ বার পঠিত