শনিবার, ৪ অক্টোবর ২০১৪
প্রতিমা বিসর্জন
Home Page » আজকের সকল পত্রিকা » প্রতিমা বিসর্জনতমালসাহাঃনিজস্ব প্রতিবেদক :শাস্ত্রীয় ও তিথি হিসাব মতে নবমী ও দশমী একই দিনে হওয়ায় হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে গতকাল শুক্রবার। আজ শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
শুক্রবার সকাল ৬টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা শেষ হয়। এরপর সকাল ৮টা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষ করে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ জানান, তিথি অনুযায়ী একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পরেছে। তবে এতে কোনো সমস্যা নেই। গতকালও দর্শনার্থী ও ভক্তরা সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করেছেন। তিনি জানান, শনিবার বেলা তিনটার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে শোভাযাত্রা বের হবে। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুড়িগঙ্গা তীরে পৌঁছাবে শোভাযাত্রা। এখানেই প্রতিমা বিসর্জন দেয়া হবে। বৃহস্পতিবার শেষ হয় মহাষ্টমী ও কুমারী পূজা। রামকৃঞ্চ মিশনে সকাল সাড়ে ১০টায় শুরু হয় কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজার মূল লক্ষ্য। গত বুধবার ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শারদীয় এ দুর্গাপূজা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১০:০৫:২৬ ৩২১ বার পঠিত