শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

হিন্দু ভক্তদের চোখের জলে ভাসিয়েমা দুর্গাচলে গেলেন……..

Home Page » আজকের সকল পত্রিকা » হিন্দু ভক্তদের চোখের জলে ভাসিয়েমা দুর্গাচলে গেলেন……..
শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪



durga201410031206502.jpgতমালসাহাঃনিজস্ব প্রতিবেদক : চলে গেলেন মা। বিশ্বের কোটি কোটি সনাতন হিন্দু ভক্তদের চোখের জলে ভাসিয়ে ভগবান শিবের আলয়ে গমন করলেন সার্বজনীন মা দুর্গা। আজ ছিল বিজয়া দশমী।
শুক্রবার ভোরে নবমী পূজা এবং সকালে দশমী পূজা সমাপান্তে মা দুর্গা মর্ত ত্যাগ করলেন। মা দুর্গা আগমন করেছিলেন নৌকায়। তিনি গমন করেছেন দোলায়।শাস্ত্রীয় ও তিথি হিসেব মতে নবমী ও দশমী একই দিনে হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজা শেষ হলো আজ। কাল শনিবার প্রতিমা বিসর্জন।

শুক্রবার সকাল ৬টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা শেষ হয়। এরপর সকাল ৮টা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষ করে শান্তি জল গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ জানান, তিথি অনুযায়ী একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পরেছে। তবে এতে কোনো সমস্যা নেই।

কাজল জানান, গতকাল প্রতিটি দুর্গা মন্দিরে হাজার হাজার ভক্ত প্রতিমা দর্শন করেছেন। আজও সন্ধ্যায় ভক্তরা প্রতিমা দর্শন করবেন।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে শোভাযাত্রা বের হবে। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুড়িগঙ্গা তীরে পৌঁছাবে শোভাযাত্রা। এখানেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বুধবার ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছিল। আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা সমাপন হলো।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৭   ৩৬৪ বার পঠিত