শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

গাবতলীতে বাস সংকট, যাত্রী ভোগান্তি

Home Page » সংবাদ শিরোনাম » গাবতলীতে বাস সংকট, যাত্রী ভোগান্তি
শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪



gabtoli-bus-terminal-online-dhaka-com.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর গাবতলীতে বাসের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দক্ষিণের জেলাগুলোর টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন না যাত্রীরা। ফেরিঘাটে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার দেওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

ঈদুল আযহা ও দুর্গাপূজার ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার থেকে জল, স্থল এবং ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে গেছে।

শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন ব‍াস কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখ‍া গেছে। সকাল ছয়টার বাস দুপুর ১২টা পর্যন্তও টার্মিনালেই আসেনি।

গাবতলীতে হানিফ পরিবহন কাইন্টারের স্টাফরা জানিয়েছেন, ফেরিঘাটে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে বাসগুলো ফেরী পারাপারে সুযোগ পাচ্ছে না, এতে ঢাকায় বাস ফিরতেও দেরি হচ্ছে।

খুলানার যাত্রী আরিফুল হক বলেন, সকাল ছয়টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনও আসছে না। কখন বাস আসবে তাও কাউন্টার থেকে বলতে পারছেন না।

এদিকে নির্ধারিত বাস না পেয়ে অনেকে টিকিট বাতিল করছেন। অনেকেই লোকাল বাসে করে গন্তব্যের উদ্দেশ্য ঢাকা ছাড়ছেন। কেউবা জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন বাসের ছাদে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২৫   ৩১৮ বার পঠিত