শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

বায়তুল মোকাররম এলাকায় কড়াকড়ি

Home Page » প্রথমপাতা » বায়তুল মোকাররম এলাকায় কড়াকড়ি
শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪



baitul_mukkarram_bg_805314791.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ হজ ও তাবলিগ জামায়াত নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের জের ধরে বিক্ষোভের আশঙ্কায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লি প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করার কথা রয়েছে।

এ আশঙ্কায় আজানের পরপর অতিরিক্ত পুলিশ অবস্থান নেয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়।

মুসল্লিদের তল্লাশি করে মসজিদে প্রবেশ করা হচ্ছে। এছাড়া মুসল্লি প্রবেশও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ মুসল্লিদের।

মসজিদে প্রবেশে কড়াকড়ি প্রসঙ্গে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আশরাফ সাংবাদিকদের বলেন, আমাদের কাজ আমাদের করতে দিন।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হয়েছেন লতিফ দিদ্দিকী।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেছেন, তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও সরিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:৪৭   ৩০১ বার পঠিত