শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪
টিভি চ্যানেলগুলোতে শারদীয় দুর্গাপূজা আয়োজন
Home Page » ফিচার » টিভি চ্যানেলগুলোতে শারদীয় দুর্গাপূজা আয়োজনবঙ্গ-নিউজ ডটকমঃ ৪ অক্টোবর বিজয়া দশমী। এ উপলক্ষে আগের দিন থেকেই দেশের টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এক ঝলকে জেনে নিন নির্বাচিত কয়েকটি অনুষ্ঠানের টুকিটাকি।
বনানী পূজামণ্ডপের আয়োজন
মাছরাঙা টিভিতে ৩ অক্টোবর রাত ৭টা ৪০ মিনিটে বনানী মাঠ থেকে সরাসরি দেখানো হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা থাকবে এখানে।
শারদীয় শুভেচ্ছা
আরটিভিতে ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচার হবে তারকাদের আড্ডা ‘শারদীয় শুভেচ্ছা’। উপস্থাপনা পূজা সেনগুপ্ত। আড্ডায় অংশ নেন ফেরদৌস, বাপ্পা মজুমদার, মৌটুসী বিশ্বাস ও বিপ্লব সাহা।
সন্ধ্যাকমল
আরটিভিতে ৩ অক্টোবর রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সন্ধ্যাকমল’। মুন্সি প্রেম চন্দর মূল গল্প অবলম্বনে এটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয়ে মামুনুর রশীদ, তিশা, আফরান নিশো প্রমুখ।
ব্রা²ণ পরিবারের ছেলে নিশোর স্ত্রী তিশা। হঠাৎ নিশো বউয়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। ফলে তাদের দাম্পত্য জীবনে তৈরি হয় দূরত্ব। নেশাগ্রস্ত নিশো এক পর্যায়ে তিশাকে বাড়ি থেকে বেরও করে দেন। তার এ আচরণের ক‚লকিনারা করতে বাবার দ্বারস্থ হন তিশা।
শারদীয় উৎসবে
এনটিভিতে ৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘শারদীয় উৎসবে’। উপস্থাপনায় মৌটুসী বিশ্বাস। এতে অংশ নিয়েছেন জয়শ্রী কর জয়া, উর্মিলা ও শুভাশীষ ভৌমিক। গান গেয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রী। নৃত্যে কবিরুল ইসলাম রতন ও তার দল। গেম শোতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আলোচনা করেছেন রামকৃষ্ণ মিশনের অমল মহারাজ ও ডিজাইনার বিপ্লব সাহা।
প্রায় রকস্টার
বাংলাভিশনে ৪ অক্টোবর ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রায় রকস্টার’। লিখেছেন ও পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম ও প্রভা। ইকবাল পেশায় একজন বই বিক্রেতা। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে বই বিক্রি করে। ঘটনাক্রমে একদিন তার পরিচয় হয় রূপকথার সঙ্গে। রূপকথাদের একটা ব্যান্ড আছে, নাম ‘সেমিস্টার ব্রেক’। ইকবাল ব্যান্ডটির সঙ্গে যুক্ত হতে চায়। ঘটনাক্রমে একদিন সে হয়ে ওঠে রকস্টার।
জগত জননী
এসএ টিভিতে ৩ অক্টোবর রাত ৯টায় প্রচার হবে নাটক ‘জগত জননী’। লিখেছেন ও পরিচালনা করেছেন এ ডি দুলাল। অভিনয়ে রুনা খান, মীম শোয়েব, রওনক, হাসান ইমাম প্রমুখ।
আনন্দলোকে
মাছরাঙা টিভিতে ৪ অক্টোবর রাত ৯টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দলোকে’। উপস্থাপনায় শুভ্র দেব। অংশগ্রহণে সুবীর নন্দী, পীযূষ বন্দোপাধ্যায়, আবিদা সুলতানা, রথীন্দ্রনাথ রায়, চিত্রলেখা গুহ, বৃন্দাবন দাস, দেবাশীষ বিশ্বাস, সিদ্দিকুর রহমান, বিদ্যা সিনহা মিম, মুহিন, কিশোর, পুতুল, পুলক।
কাশফুলের দিন
এনটিভিতে ৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘কাশফুলের দিন’। লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয়ে উর্মিলা শ্রাবন্তী কর, মাজনুন মিজান, বর্ষণ, আবুল হায়াত, শিরিন আলম প্রমুখ।
এধুপাল পেশায় ভাস্কর। উর্মিলার এলাকার পূজামন্ডপে প্রতিমা বানানোর কাজ পেয়েছেন। উর্মিলা কিন্তু গ্রামে থাকেন না। থাকেন ঢাকায়, চারুকলায় পড়াশোনা করেন। পূজার ছুটিতে বাড়িতে গিয়ে মধুপালের প্রতিমা দেখে মুগ্ধ হন তিনি। সম্পর্ক গাঢ় হয় দু’জনের। মধুপাল মনে মনে ভালোবেসে ফেলেন উর্মিলাকে। তাকে উপহার দেওয়ার জন্য রাতদিন খেটে শক্সখ বানান। কিন্তু দশমীর আগের রাতে শহর থেকে আসে উর্মিলার প্রেমিক।
সমর্পণ
এনটিভিতে ৪ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘সমর্পণ’। লিখেছেন সঞ্জয় কান্ত, পরিচালনা করেছেন ইমন তালুকদার। অভিনয়ে বিদ্যা সিনহা মিম, নিলয়, সৈয়দ হাসান ইমাম ও চিত্রলেখা গুহ।
রজনী
একুশে টিভিতে ৪ অক্টোবর রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘রজনী’। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে বাঁধন, মাজনুন মিজান, এসএম মহসীন ও অনেকে।
পিয়ারী বাই
একুশে টিভিতে ৪ অক্টোবর সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘পিয়ারী বাই’। পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। অভিনয়ে মীর সাব্বির ও বিন্দু।
রামের সুমতি
একুশে টিভিতে ৪ অক্টোবর দুপুর দেড়টায় এবং মাছরাঙা টিভিতে একই দিন দুপুর আড়াইটায় প্রচার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘রামের সুমতি’। এতে অভিনয় করেছেন ফারুক, ববিতা, সুচন্দা, প্রবীর মিত্র প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩:৫৩:২৭ ৩৬৩ বার পঠিত