শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

এশিয়াডে টাইগারদের ব্রোঞ্জ জয়

Home Page » ক্রিকেট » এশিয়াডে টাইগারদের ব্রোঞ্জ জয়
শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪



bd_tiger_bg_805555776.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দ. কোরিয়ায় অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে হংকংকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। হংকংকে ২৭ রানে হারিয়ে মাশরাফিরা এশিয়াডে তৃতীয় স্থান দখল করল।

এর আগে কোয়ার্টার ফাইনালে কুয়েতকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়াডে ভালই শুরু করেছিল তামিম-সাকিব-মাশরাফিরা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে বৃষ্টির হারায় ১১ ওভারে ৫৯ রান তুলতেই পন্ড হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে, ফাইনালের টিকিট পেতে টস ভাগ্যের উপর নির্ভর করতে হয় লংকান ও টাইগারদের। আর টস নামক ভাগ্যে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে তাই মাঠে নামতে হয় টাইগারদের।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। ব্যাটিংয়ে ওপেনিং করতে মাঠে নামনে তামিম আর বিজয়। দলীয় ১৮ রানে বিজয় ১১ রান করে বিদায় নেন। তামিম করেন ১৯ বলে ২২ রান।

দলের সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। রান আউট হওয়ার আগে ৩৭ বলে দুই ছয়ে তিনি করেন ৪৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে মাহামুদুল্লাহর ব্যাট থেকে। ২১ বলে একটি চার আর দুইটি ছয়ে তিনি করেন অপরাজিত ৩৫ রান।

এছাড়া, ১১ রান করেন সাব্বির রহমান। নির্ধারিত ২০ ওভারে লাল-সবুজদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬২ রান। হংকংয়ের হয়ে সর্বাচ্চ ৩টি উইকেট নেন নাদিম আহমেদ।

১৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে হংকং তোলে ১৩৫ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মার্ক চ্যাপম্যান। ৩১ বলে দুটি করে চার ও ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া মাত্র ১৮ বলে ৪টি ছয়ের সাহায্যে ৩১ রান করেন ওপেনার ইরফান আহমেদ।

টাইগারদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট দখলে নেন আরাফাত সানি। ৪ ওভারে ২২ রান খরচায় সফল বোলার তিনি। এছাড়া সাকিব দুটি আর রুবেল একটি উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৫   ২৭৪ বার পঠিত