বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪

কলমাকান্দায় বিজিবি’র মতবিনিময় সভা

Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় বিজিবি’র মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪



xnetrothumbnailpagespeedicaw_etaeahy.jpgকলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃনেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদ মিলনায়তন, পাঁচগাও বাজার ও বরুয়াকোণা বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ ১১ ব্যাটালিয়নের আওতাধীন লেংগুরা, খারনৈ, বরুয়াকোণা ও পাঁচগাও বিওপি’র উদ্যোগে সীমান্তে চোরা চালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক চোরা চালান প্রতিরোধ সহ সীমান্তে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্থানীয় সর্বস্তরের জনগন, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিকদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খারনৈ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, ডা. আমানত উল্লাহ, অসুক চিসিম, চান মিযা দেওয়ানী, মাওঃ উসমান গনি, নায়েক সুবাদার জাকির হোসেন, সাংবাদিক ফখরুল আলম খসরু, মোঃ জাফর উল্লাহ ও কোম্পানী কমান্ডার হারুন অর রশিদ প্রমুখ। বরুয়াকোণা বাজারে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সুবাদার আব্দুস সালাম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান, ইউপি সদস্য নুরুল ইসলাম সর্দার, নায়েক সুবাদার আবুল হোসেন, নবী হোসেন মেম্বার, হাবিবুর রহমান, রেজাউল করিম ও মিন্টু মাষ্টার।

বাংলাদেশ সময়: ২০:২৯:১৩   ৩৫৬ বার পঠিত