বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪

ভারতকে হারানোর ক্ষমতা আমাদের আছে: রিচার্ডসন

Home Page » ক্রিকেট » ভারতকে হারানোর ক্ষমতা আমাদের আছে: রিচার্ডসন
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪



reh.jpgবঙ্গ-নিউজডটকম:মুম্বাই: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ম্যানেজার রিচি রিচার্ডসন বুধবার বলেছেন ভারতীয় দল তাদের দু:স্বপ্নের ইংল্যান্ড সফর থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়াতে চাইবে-বিষয়টি তিনি খুব ভালো করেই অবগত আছেন। তবে তার দল স্বাগতিক দলকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলেই তিনি বিশ্বাস করেন।ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক এ অধিনায়ক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনি যখন একটি শীর্ষ দল গঠন করবেন এবং হারবেন তখন সত্যিকারার্থে সঠিক জায়গায় ফিরে আসতে আপনি পরবর্তী সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। আমি কেবল আশা করছি ভারতীয় দলের এ সমস্যাটা অব্যাহত থাকবে। ইংল্যান্ডে যা ঘটেছে তারা এখানে সেটার প্রতিশোধ নিতে চাইবে আমরা জানি। তারা অনেক সমালোচিত হওয়ার পর সবকিছু সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে চাইবে। কিন্তু এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত এবং আমাদের আরো অনেক উন্নতি করতে হবে। সুতরাং আমরা এখানে ইতিবাচক ক্রিকেট খেলতে এবং ভারতে হারাতে চাই।’

ভারত শীর্ষ র্যাং কিংয়ের একটি দল বলে স্বীকার করেন তিনি। তবে তাদের একটি ভালো দল রয়েছে এবং তারা যে কাউকে হারাতে পারে বলেও উল্লেখ করেন রিচার্ডসন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমাদের দলে অনেক মেধাবি খেলোয়াড় রয়েছে যারা এখানে খেলবে এবং পারফর্ম করে ভাল খেলে যে কাউকে হারাতে সক্ষম। আমরা র্যাং কিংয়ের শীর্ষে নেই স্বীকার করছি। তবে পরিকল্পনা কাজে লাগিয়ে ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলবে। ভারতের বিপক্ষে আমরা খুব ভালো করতে পারি বলে আমি বিশ্বাস করি।’

ভারত সফরে একটি টি-২০, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৮ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচের মাধ্যমে সফর শুরু করবে ক্যারিরীয়রা।
সিরিজ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। রিচার্ডসন বলেন এটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের জন্য সহায়ক হবে।

তিনি বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং অনুশীলনের জন্য আমরা কয়েকদিন সময় পাচ্ছি। মাত্রই বাংলাদেশের বিপক্ষে একটি সফল সিরিজ শেষ করে আমরা এসেছি এবং আমাদের সব খেলোয়াড়ই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে। কেউ কেউ এখনো খেলছে (চ্যাম্পিয়ন্স লিগ)। আমরা খুব ভালো্ অবস্থায় আছি বলে আমরা মনে করছি, ভারতীয়দের মোকাবেলা করতে আমাদের প্রস্তুতিও তুলনামূলক ভালো এবং খুবই বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষায় আছি। এ চ্যালেঞ্জ সফল হতে চাই আমরা।’

তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তার দলের জন্য খুবই সহায়ক হয়েছে।

রিচার্ডসন বলেন, ‘মূল কথা হচ্ছে আমাদের অনেক ব্যাটসম্যানই এশিয়ান স্পিনারদের বিপক্ষে খেলছে, এটা অবশ্যই আমাদের জন্য সহায়ক হবে। কিন্তু কেউ কেউ হয়তো বলবেন ভারতীয় স্পিনাররা অনেক বেশি ভালো এবং শক্তিশালী। সুতরাং এ জন্য আমাদের আরো কঠিন পরিশ্রম করতে হবে এবং আরো গভীরে যেতে হবে। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে খেলাটা নি:সন্দেহে আমাদের ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে।’

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে ডোয়াইন ব্রাভোকে সমর্থন করে তিনি বলেন, ‘মাত্র কিছু দিন আগে অধিনায়কত্ব পেলেও সে খুবই ভালো করে আসছে। সে খুবই সুচতুর ক্রিকেটার। তার যথেস্ট অভিজ্ঞতা রয়েছে। সমগ্র বিশ্ব জুড়েই সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে আসছে এবং নির্দিস্ট করে ভারতীয় কন্ডিশনে খেলার তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় খেলোয়াড়দের ভালো করেই সে জানে এবং ওয়ানডে ম্যাচগুলোতে অধিনায়ক হিসেবেও সে একইভাবে ভালো করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তারা এ ওয়ানডে সিরিজটিকে বিবেচনা করছেন বলে জানান ৫২ বছর বয়সী এ ম্যানেজার।

তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অবশ্যই আমরা এ সিরিজটিকে বাঁচা-মরা হিসেবে বিবেচনা করছি। আমি নিশ্চিত যে কোচ এবং নির্বাচকরা বেশ কয়েকজন খেলোয়াড়ের উপর নজর রাখবে। প্রস্তুতি এবং নিজেদের পরিকল্পনা বিষয়ে অধিনায়ককে নিয়ে কোচরা তাদের কৌশল নির্ধারন করবেন। বিশ্বকাপের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা হাতে নিতে এটা আমাদের জন্য শুরু করার মতো।’

কোচ স্টুয়ার্ট উইলিয়ামস বলেন, ভারতের উইকেট ওয়েস্ট ইন্ডিজের মতোই। তিনি বলেন, ‘এখানকার উইকেটগুলো ক্যারিবীয় উইকেটের মতই। এটা যেহেতু ভারতে মৌসুমের শুরু তাই আমরা হয়তো দুই একটা নতুন উইকেট পেতে পারি। ক্যাবিবিয়ান উইকেট থেকে খুব বেশি পার্থক্য নেই। কোন ধরনের উইকেটে খেলা হয় আমরা কেবলমাত্র সে চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষায় আছি। খুব তাড়াতাড়ি আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।’

আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলের অনুপস্থিতিতে ওপেনিং কম্বিনেশন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উইলিয়ামস বলেন, ‘আমাদের ডোয়াইন স্মিথ ও লেন্ডল সিমন্স আছে। তারা এখানে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এবং একইভাবে তারা এখানকার কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত।’ সূত্র: ওয়েবসাইট

বাংলাদেশ সময়: ৭:১৭:৩৬   ৩৬০ বার পঠিত