বুধবার, ১ অক্টোবর ২০১৪

মন্ত্রিসভা থেকে বাদ লতিফ সিদ্দিকী: হানিফ

Home Page » প্রথমপাতা » মন্ত্রিসভা থেকে বাদ লতিফ সিদ্দিকী: হানিফ
বুধবার, ১ অক্টোবর ২০১৪



52e90172145a9-minister.jpgবঙ্গ-নিউজডটকম: হজ নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তীব্র সমালোচনায় পড়া মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার কথা জানানো হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে
হজ নিয়ে বিরূপ মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মধ্যে থাকা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিস্টার হানিফ বলেন, “লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মেক্সিকোয় গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি ছিলেন না। এতে প্রমাণিত হয়েছে, তাকে অপসারনের যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন তা ইতোমধ্যে কার্যকর হয়েছে।”
লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আজ এ পুরষ্কার গ্রহণের কথা ছিল। সেজন্য তিনি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেক্সিকো গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মিস্টার পলক পুরষ্কারটি গ্রহণ করেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছিলেন মিস্টার সিদ্দিকী।
সে সময়ই নিউইয়র্কে বাংলাদেশীদের এক অনুষ্ঠানে তিনি হজ, তাবলীগ জামাত নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, “হজে জনশক্তি নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”
পরে তার এই বক্তব্য দেওয়া ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের রাজণৈতিক দল ছাড়াও বিভিন্ন সংগঠনও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। অসন্তোষ দেখা দেয় সিদ্দিকীর নিজ দল আওয়ামী লীগের মধ্যেও।
কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম এবং ইসলামপন্থী বিভিন্ন দল সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অপসারণের জন্য বুধবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল।
বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোও সিদ্দিকীকে মন্ত্রী সভা থেকে অপসারণের দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৯:০৯   ৩২৬ বার পঠিত